কারও রাজনৈতিক পরিচয়ের জন্য বৈষম্য করব না : ব্যারিস্টার অমি
কালবেলা
প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৪ এ ২৪:৪৪
আমরা মানুষ এটাই আমাদের পরিচয়। কারও রাজনৈতিক পরিচয়ের জন্য কারও সঙ্গে আমরা বৈষম্য করব না বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৩টায় কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মডেল থানা বিএনপি আয়োজিত চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন ও বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যে ছাত্র-জনতার বুকের রক্তে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে। কারও প্রতি প্রতিহিংসা করা যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার প্রতি সমান আচরণ করার জন্য আমাদের প্রতি নির্দেশ দিয়েছেন।
তিনি দলীয় নেতাকর্মীদের একতাবদ্ধ থেকে যে কোনো হিংসামূলক কাজকে প্রতিহত করার জন্য আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন- কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সহসভাপতি নাজিম উদ্দিন নাজিম প্রমুখ।