প্রতিহিংসা ভুলে মানুষের জন্য কাজ করতে হবে : অমি
কালবেলা
প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৪ এ ২৪:৫৬
প্রতিহিংসা ভুলে মানুষের জন্য কাজ করতে হবে বলে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি কার্যালয়ে কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি দলীয় নেতাকর্মীদের এ নির্দেশনা দেন।
ব্যারিস্টার অমি বলেন, বিগত স্বৈরাচার সরকারের ১৫ বছরে আপনারা যে পরিমাণ মামলা-হামলার শিকার হয়েছেন, ব্যবসা হারিয়েছেন তা পূরণ হওয়ার নয়। কিন্তু আপনাদের এত দিনের ত্যাগের সঙ্গে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা নতুনভাবে স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা আমরা দেশ গঠনের কাজে লাগাব।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাদের সবাইকে প্রতিহিংসা ভুলে দেশের মানুষের কাছে যেতে বলেছেন। মানুষের জন্য কাজ করতে বলেছেন। তাই প্রতিহিংসা পেছনে ফেলে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, যুবদলের অবস্থান বিএনপির পরই। সুতরাং আপনাদের ব্যবহার দেখে মানুষ বিএনপিকে বিচার করবে। তাই মানুষের প্রতি অন্যায় করা যাবে না। যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে, তাদের দল থেকে বহিষ্কার করে পুলিশের হাতে তুলে দিতে দলীয় নির্দেশনা রয়েছে। আপনারা একেকজন শহীদ জিয়ার সৈনিক, দেশনায়ক তারেক জিয়ার সৈনিক। সুতরাং আপনারা দেশের সেবায় পেছনের দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে যান।
মডেল উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী মো. আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব রাকিবুল ইসলাম রুবেল মাদবরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন- কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শামিম হাসান, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল, যুবদল নেতা মাসুদ রানা, ঢাকা-২ আসনের অন্তর্গত যুবদলের আহ্বায়ক সদস্য সচিবসহ বিভিন্ন ইউনিটের নেতারা।