হিন্দু সম্প্রদায়ের পাশে ছায়ার মতো থাকব : শায়েখে চরমোনাই
কালবেলা
প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৪ এ ০১:০০
ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির (শায়েখে চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম হিন্দু সম্প্রদায়কে উদ্দেশ করে বলেন, হিন্দু সম্প্রদায়ের পাশে ছায়ার মতো থাকব। আওয়ামী লীগের আমলের চেয়ে জাঁকজমকপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করুন।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ আয়োজিত ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা আপনাদের সাহায্য করব। কোনোমতেই কোনো মুসলমান কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের ওপরে, কোনো মন্দিরের ওপর আক্রমণ করতে পারে না। আগামীতে হিন্দুরা ধর্মীয় অনুষ্ঠান পালন করবে আর মুসলিমরা তাদের নিরাপত্তা দেবে, কিন্তু কোনো অবস্থাতেই হিন্দুদের উৎসব মুসলমানের হতে পারে না। কারণ উৎসব যার আনন্দ তার।
তিনি আরও বলেন, আমরা মনে করি হিন্দু এবং সংখ্যালঘুরা এ দেশে নিরাপদ। আর যারা তাদের ভোট ব্যাংক মনে করে, যারা তাদের নিয়ে রাজনীতি করে তারাই মন্দিরের ওপর আক্রমণ করে, প্রতিমা ভাঙচুর করে, তাদের জমি দখল করে। কোনো মুসলমান প্রতিমার ওপর আক্রমণ করতে পারে না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে তিনি বলেন, হরিজনদের তাড়িয়ে দেওয়ার জন্য এই আন্দোলন নয়, বরং তাদের প্রতিষ্ঠিত করার জন্যই ছিল এই আন্দোলন। কারও অধিকার খর্ব করতে নয় বাংলাদেশের প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করতে এই আন্দোলন। নিরপরাধ ব্যক্তি আমার দুশমন হলেও আমি তার বিচার চাই না আর আমার সন্তান হলেও অপরাধীর বিচার চাই। আমাদের মনে রাখতে হবে, ইসলাম দুনিয়ায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এসেছে।
ইসলামী আন্দোলনের বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সভাপতি জয়নুল আবদিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইন পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরারসহ অনেকে।