logo

‘শহীদ ছাত্র-জনতার রক্তে কেনা স্বাধীনতা রক্ষার দায়িত্ব নিতে হবে

কালবেলা

প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৪ এ ২৪:৪০

‘শহীদ ছাত্র-জনতার রক্তে কেনা স্বাধীনতা রক্ষার দায়িত্ব নিতে হবে
কেরানীগঞ্জের সাবেক এমপি আমান উল্লাহ আমান

শহীদ ছাত্র-জনতার রক্তে কেনা এই দ্বিতীয় স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের নিতে হবে বলে মন্তব্য করেছেন অবিভক্ত কেরানীগঞ্জের সাবেক এমপি আমান উল্লাহ আমান।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের ছোট ভাওয়ালে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ শিক্ষার্থী রিয়াজ হোসেনের কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শহীদ রিয়াজ হোসেনসহ শত শত ছাত্র-জনতার বুকের রক্তে এ দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। যে শোষণ ও বঞ্চনার জন্য তারা রক্ত দিল সেই বঞ্চনার শিকার যেন আর কেউ না হয় তার জন্য আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

 

তিনি আরও বলেন, শহীদদের রক্তদানকে আমরা কখনোই ভুলব না। এ সময় তিনি ঘাটারচর গোল চত্বরকে শহীদ রিয়াজ চত্বর হিসেবে ঘোষণা করেন এবং সেখানে রিয়াজ হোসেন স্মৃতি কমপ্লেক্স নামক একটি ভবন নির্মাণ করার প্রতিশ্রুতি দেন। স্মরণসভা শেষে তিনি বিএনপির অন্যান্য নেতাসহ শহীদ রিয়াজের কবর জিয়ারত করেন।

এর আগে তিনি শহীদ রিয়াজ হোসেনের পরিবারের সঙ্গে দেখা করে তাদের খোঁজখবর নেন এবং রিয়াজের পরিবারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

 

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী প্রমুখ।

কেরানীগঞ্জ থেকে আরও দেখুন

কেরানীগঞ্জ নিয়ে আরও পড়ুন

© স্বত্ব © ২০২৪ দৈনিক কেরানীগঞ্জ নিউজ

Development by: M4YOURS IT