কেরানীগঞ্জে ডেকে নিয়ে যুবককে গুলি করে হত্যা
প্রথম আলো
প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৪ এ ২৪:১৬
ঢাকার কেরানীগঞ্জে গতকাল রোববার রাতে মুঠোফোনে কল দিয়ে বাসা থেকে ডেকে নিয়ে মোহাম্মদ স্বপন আলী (৩২) নামের এক যুবককে মাথায় গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে স্বপনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
ঘটনাস্থল থেকে স্বপনের মুঠোফোন ও দুটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। তিনি কেরানীগঞ্জের জিনজিরা তাওয়াপট্টি এলাকায় সিটি গোল্ড তৈরির কারখানায় কাজ করতেন। তিনি পরিবার-পরিজন নিয়ে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের চড়াইল এলাকায় বসবাস করতেন।
নিহত স্বপনের স্ত্রী নিপা আক্তার বলেন, ‘গতকাল দিবাগত রাত সোয়া ১২টার দিকে স্বপনের মুঠোফোনে কে বা কারা কল করেন। এরপর তিনি বিছানা থেকে উঠে মুঠোফোন সঙ্গে নিয়ে বাসা থেকে বের হন। কিছুক্ষণ পর স্বামীর চিৎকার শুনতে পাই। তখন দৌড়ে বাসা থেকে বের হয়ে দেখি, বাড়ির সামনে সড়কে আমার স্বামীর গুলিবিদ্ধ ও রক্তাক্ত লাশ পড়ে আছে।’ তিনি আরও বলেন, ‘সন্ত্রাসীরা আমার স্বামীর মাথায় দুটি গুলি করেছে। কী কারণে, কে বা কারা তাঁকে হত্যা করেছে, সে বিষয়ে কিছু জানি না।’
নিহত স্বপনের মা রাজিয়া খাতুন বলেন, ‘আমার পোলার লগে কারও দুশমনি আছে কি না, সেটা জানি না। আমার তাজা পোলাডারে মোবাইলে কল দিয়া নিয়া মাইরা ফালাইল। কারা আমার পোলাডারে মারল, সেটা জানতে চাই। আমার পোলারে যারা গুলি কইরা মারল, তাগো ফাঁসি চাই।’
কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) খালেদুর রহমান বলেন, ‘গুলিবিদ্ধ হয়ে স্বপন আলী নামের এক যুবক নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’