logo

ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় সাত বছর পর মামলা, আসামি আলাউদ্দিন নাসিমসহ ৪৫১

প্রথম আলো

প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৪ এ ২৩:৫৪

ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় সাত বছর পর মামলা, আসামি আলাউদ্দিন নাসিমসহ ৪৫১

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ২০১৭ সালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে একটি মামলা হয়েছে। ঘটনার সাত বছর পর গত বুধবার রাতে ছাগলনাইয়া থানায় মামলাটি করা হয়। মামলায় স্থানীয় সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরীসহ ২৫১ জনের নাম উল্লেখ করে ৪৫১ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী ছাগলনাইয়া উপজেলার উত্তর লাঙ্গলমোড়া গ্রামের মোহাম্মদ ওবায়দুল হকের ছেলে সুলতান মোহাম্মদ সিকান্দার। তিনি উপজেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক।

 

মামলার এজাহারে বলা হয়, ২০১৭ সালের ২৮ অক্টোবর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন ও ত্রাণসামগ্রী বিতরণের উদ্দেশ্যে টেকনাফ যাওয়ার পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। সকাল ১০টায় ঢাকায় নিজ বাসা থেকে নেতা-কর্মীদের নিয়ে তিনি টেকনাফের উদ্দেশে রওনা দেন। নেতা-কর্মীদের নিয়ে খালেদা জিয়ার গাড়িবহরটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড নতুন মুহুরীগঞ্জ বাজার এলাকা অতিক্রম করার সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হামলা করেন।

 

মামলায় অভিযোগ করা হয়েছে, গাড়িবহর লক্ষ্য করে গুলি, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ করা হয়। বহরে থাকা ২০-২৫টি গাড়ি ভাঙচুর করেন হামলাকারীরা। মারধর করেন খালেদা জিয়ার দেহরক্ষীসহ অনেককে। গাড়িবহরে হামলার পর বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীদের বাড়িঘরেও হামলা হয়েছে। জোর করে বিএনপির কর্মীদের কাছ থেকে চাঁদাও আদায় করা হয়।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, মামলার তদন্ত শুরু হয়েছে। অভিযোগের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। তবে এখন পর্যন্ত মামলায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

আরও পড়ুন

© স্বত্ব © ২০২৪ দৈনিক কেরানীগঞ্জ নিউজ

Development by: M4YOURS IT