ভৈরবে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৪ এ ১৩:৩১
কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে ছাত্রলীগ ও আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার কমলপুর এলাকা থেকে ছাত্রলীগ নেতাকে ও শম্ভুপুর এলাকা থেকে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তার দুজন হলেন ভৈরব পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি রাব্বি মিয়া (৩০) ও শিমুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রাশিদ বাউল (৫৫)।
র্যাব-১৪–এর ভৈরব ক্যাম্প সূত্রে জানা যায়, ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালান। একপর্যায়ে নিউ টাউন এলাকায় বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে। তিনটি মামলায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের ধরতে গতকাল দিনভর বিভিন্ন স্থানে অভিযান চালায় র্যাব। সন্ধ্যার দিকে রাশিদ ও রাব্বীকে আটক করা হয়। পরে পুলিশ তাঁদের গ্রেপ্তার দেখিয়েছে।
পুলিশি হেফাজতে থাকা অবস্থায় রাশিদ ও রাব্বি সাংবাদিকদের জানান, তাঁরা মিছিলে গেলেও বিএনপির কার্যালয়ে ভাঙচুর এবং কারও ওপর হামলা চালাননি।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কমান্ডার মো. শহীদুল্লাহ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ওই দুজনকে ভৈরব থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও ছাত্রদের ওপর হামলার অভিযোগে করা মামলায় পুলিশ ওই দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।