logo

পঙ্গু হাসপাতালের সামনে দুজন গুলিবিদ্ধ, অস্ত্রসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৪ এ ১৯:১৭

পঙ্গু হাসপাতালের সামনে দুজন গুলিবিদ্ধ, অস্ত্রসহ আটক ১
গুলিপ্রতীকী ছবি: রয়টার্স

রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সামনে দুজন গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিবিদ্ধ দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় রনি শেখ রুবেল নামের এক যুবককে পিস্তলসহ আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে এই গুলির ঘটনা ঘটে। পুলিশ বলছে, ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে এই গুলির ঘটনা ঘটেছে। রনি শেখকে পিস্তলসহ হাতেনাতে আটক করা হয়েছে। আকাশ ও রকিবুল নামের দুজন পালিয়ে গেছেন।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, রনিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পঙ্গু হাসপাতালের সামনে তাঁর একটি ফলের দোকান রয়েছে বলে তিনি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরার চেষ্টা চলছে।

সোর্স লিংক

অপরাধ থেকে আরও দেখুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

© স্বত্ব © ২০২৪ দৈনিক কেরানীগঞ্জ নিউজ

Development by: M4YOURS IT