logo

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ৪ প্রশিক্ষণ কোর্স, এইচএসসি শিক্ষার্থীদের সুযোগ, খরচ সরকারের

নিজস্ব প্রতিবেদক ঢাকা

প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৪ এ ১৬:২৩

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ৪ প্রশিক্ষণ কোর্স, এইচএসসি শিক্ষার্থীদের সুযোগ, খরচ সরকারের

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট, সাভার, ঢাকায় শর্ট কোর্সে শিক্ষার্থী ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিভিন্ন মেয়াদে ৪টি প্রশিক্ষণ কোর্সে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবেন। আবেদন করা যাবে আগামী ৯ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ, আবাসন, খাবার খরচ এবং যাতায়াত খরচ দেবে সরকার।

কোর্সগুলো হলো—

  • কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট ফর রেডিমেড গার্মেন্টস (প্রথম ব্যাচ, ১৫ সপ্তাহ)

  • হাউসকিপিং অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (৩য় ব্যাচ, ৩ মাস)

  • গ্রাফিকস ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া (২৫তম ব্যাচ, ২ মাস)

  • ডিজিটাল মার্কেটিং (১৩ তম ব্যাচ, ২ মাস)

শিক্ষাগত যোগ্যতা: সব কোর্সে ভর্তিতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

প্রয়োজনীয় কাগজপত্র

  • আবেদনের সময় পাসপোর্ট সাইজের ছবি

  • এনআইডি কপি

  • শিক্ষাগত যোগ্যতা সনদের স্ক্যান কপি

  • প্রযোজ্য ক্ষেত্রে বেসিক কম্পিউটার কোর্সের সনদপত্রের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে।

সুবিধা: কোর্সসমূহ সম্পূর্ণ আবাসিক। প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ, আবাসন, খাবার খরচ এবং যাতায়াত খরচ সরকারি খরচে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও আবেদনের বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।

সতর্কতা: ইতিপূর্বে যারা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট, সাভার, ঢাকায় কোনো কোর্সে অংশগ্রহণ করেছেন, তাঁদের আবেদন করার প্রয়োজন নেই।

সোর্স লিংক

ক্যারিয়ার নিয়ে আরও পড়ুন

© স্বত্ব © ২০২৪ দৈনিক কেরানীগঞ্জ নিউজ

Development by: M4YOURS IT