জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে ভর্তি পরীক্ষা নেবে নিজস্ব প্রক্রিয়ায়, ক্লাস ফেব্রুয়ারিতে
প্রতিবেদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৪ এ ১৭:১৭
গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে নিজস্ব প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তি নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের জন্য আগামী নভেম্বর থেকেই ভর্তির আবেদন নেওয়া শুরু হবে। আগামী বছরের ফেব্রুয়ারিতেই ক্লাস শুরুর পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৭০তম বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন।
উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী আমাদের নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি নেওয়ার কথা বলা হয়েছে। সেই অনুযায়ী পরীক্ষা নিতে কেন্দ্রীয় ভর্তি কমিটি ও ইউনিটগুলোতে কমিটি করে দেওয়া হয়েছে। পাঁচটি ইউনিটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিট হলো এ-ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ), বি-ইউনিট (কলা ও আইন অনুষদ), সি-ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ), ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ), ই-ইউনিট (চারুকলা অনুষদ)।