বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ডিজাস্টার ম্যানেজমেন্টে ভর্তি, ক্লাস অনলাইনে
নিজস্ব প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৪ এ ১৬:১৬
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত মাস্টার অব ডিজাস্টার ম্যানেজমেন্টের (এমডিএম–দুর্যোগ ব্যবস্থাপনা) তৃতীয় ব্যাচ, জানুয়ারি ২০২৫ ব্যাচে ভর্তিতে আবেদন চলছে। ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে। প্রতি শুক্র ও শনিবার টিউটোরিয়াল ক্লাস অনুষ্ঠিত হবে।
শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণকারী যেকোনো শিক্ষার্থী আবেদন করতে পারবেন। দুই বছর মেয়াদি চার সেমিস্টারে (প্রতি সেমিস্টার ছয় মাস) মোট ১৬টি কোর্স (৬৪ ক্রেডিট) সম্পন্ন করত হবে। এমডিএম প্রোগ্রামের রেজিস্ট্রেশনের মেয়াদ পাঁচ বছর পর্যন্ত বহাল থাকবে। এ সময়কালে শিক্ষার্থী প্রোগ্রামটি সম্পন্ন করার সুযোগ পাবেন।