ক্রিকেট দুনিয়ায় শাকিবকে শুভকামনা, জয়া জানালেন তাঁর ইচ্ছা নেই
প্রথম আলো
প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৪ এ ০২:১২
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে সমর্থন দিতে সংযুক্ত আরব আমিরাতে আছেন অভিনেত্রী জয়া আহসান। বৃহস্পতিবার শারজায় ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে ম্যাচে পরিবারসহ মাঠে ছিলেন তিনি। নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ হারলেও মেয়েদের খেলার দারুণ প্রশংসা করেন জয়া।
এদিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্রিকেট নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানান জয়া। সঙ্গে শুভকামনা জানিয়েছেন বিপিএলের ঢাকা ক্যাপিটালসের মালিক চিত্রনায়ক শাকিব খানকে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শাহরুখ খান, প্রীতি জিনতা, জুহি চাওলা, শিল্পা শেঠির মতো তারকাদের বিভিন্ন দলের মালিকানায় দেখা গেছে। এবার বাংলাদেশেও সেই চিত্র দেখা যাবে। শাহরুখ খানের মতো তারকার পথেই যেন হাঁটলেন শাকিব খান। শাকিবের দেখানো পথে কি কখনো দেখা যাবে জয়া আহসানকে? সংবাদমাধ্যমের এমন প্রশ্নে অভিনেত্রী জানান, আপাতত তেমন কোনো ইচ্ছা তাঁর নেই। ক্রীড়াপ্রেমী হিসেবে গ্যালারিতেই থাকতে চান তিনি।
তবে শাকিব খানের দলের জন্য শুভকামনা জানিয়েছেন জয়া। অভিনেত্রীর কথায়, ‘যেহেতু ঢাকা টিমের মালিকানায় শাকিব আছে। অবশ্যই আমি শুভকামনা জানাই।’
উল্লেখ্য, শাকিব–জয়া জুটি বেঁধে একসঙ্গে অভিনয় করেছেন ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী–১’ ও ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী–২’ সিনেমায়।
দুটি সিনেমাই পরিচালনা করেছেন সাফি উদ্দিন। ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী–২’ সিনেমায় শাকিব খানকে দেখা গেছে ক্রিকেটার চরিত্রে। জয়া আহসান র্যাম্প মডেলের চরিত্রে অভিনয় করেছেন।