বাংলাদেশ
গণ–অভ্যুত্থানের মুখে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেটের গোয়াইনঘাটের জাফলং পাথর কোয়ারি থেকে নির্বিচার পাথর লুট চলছে।
জাফলংয়ে বালু ও পাথর লু
আনিস মাহমুদ
প্রকাশ:গণ–অভ্যুত্থানের মুখে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেটের গোয়াইনঘাটের জাফলং পাথর কোয়ারি থেকে নির্বিচার পাথর লুট চলছে। এমনকি প্রকাশ্যে অবৈধভাবে তোলা হচ্ছে বালুও। ২০২০ সালের ফেব্রুয়ারিতে সিলেটের সব কোয়ারি থেকে পাথর ও বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেয় সরকার। তখনো রাতের আঁধারে পাথর ও বালু উত্তোলন চলত। প্রশাসনের তথ্যমতে, শেখ হাসিনা সরকারের পতনের পর দুই সপ্তাহে সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারি ও জাফলং পাথর কোয়ারি থেকে অন্তত ১৪০ কোটি টাকার পাথর লুট হয়েছে। জাফলং থেকে সম্প্রতি তোলা ছবি নিয়ে এই গল্প।
1/5বালু ও পাথর লুটের পর জাফলংয়ে চিত্র। | ছবি:
2/5জাফলং জিরো পয়েন্টের খুব কাছ থেকে লুট হয়েছে পাথর। | ছবি:
3/5গর্ত করে তুলে নেওয়া হয়েছে বালু ও পাথর। | ছবি:
4/5পিয়াইন নদের পাড় ভেঙে পাথর উত্তোলন করা হয়েছে। | ছবি:
5/5পাথরের স্তূপ থেকে লুট করা হয়েছে পাথর। | ছবি: