আলোর মশাল এর ইফতার বিতরন
আলোর মশাল এর ইফতার বিতরন
মিহান হোসাইন
প্রকাশ: ২৭ মার্চ, ২০২৫ এ ০৬:১৭

বুধবার তিনশত লোকের মাঝে ইফতার বিতরন করে সেচ্ছাসেবী সংগঠন আলোর মশাল ।
দক্ষিন কেরানীগঞ্জের তৈলঘাট এলাকায় বুধবার আলোর মসালের সদস্যরা দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরন করেন এ সময় নৌকা মাঝী ও জাহাজ শ্রমিকদের হাতে হাতে ইফতার পোঁছে দেন আলোর মশালের সদস্যরা এ সময় আলোর মশালের প্রতিষ্ঠাতা মোজাম্মেল হক মিঠু উপস্থিত থেকে ইফতার বিতরন কার্যক্রম পরিচালনা করেন এবং তিনি আলোর মশালের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানান ।