logo

বিশেষ চাহিদাসম্পন্ন যুবকের পরিবারকে কেরানীগঞ্জ বন্ধুসভার অর্থসহায়তা

বন্ধুসভা

প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৪ এ ১৫:৪৯

বিশেষ চাহিদাসম্পন্ন যুবকের পরিবারকে কেরানীগঞ্জ বন্ধুসভার অর্থসহায়তা

ঢাকার কেরানীগঞ্জে ১২ বছর ধরে শিকলে বাঁধা জীবনযাপন করছেন মানসিক (বুদ্ধি) প্রতিবন্ধী যুবক মোহাম্মদ আলী (২৫)। তাঁর পরিবারেরও আয়রোজগার করার মতো কেউ নেই। অর্থাভাবে চিকিৎসা করানোও সম্ভব হচ্ছে না। অতিকষ্টে দিনাতিপাত করতে হচ্ছে। পরিবারটিকে হাঁসমুরগির খামার গড়ে তোলা ও তাঁদের ভরণপোষণের জন্য নগদ অর্থসহায়তা করেছে কেরানীগঞ্জ বন্ধুসভা। পাশাপাশি পরিবারটির জন্য এক দিনের খাবার ও বিশেষ চাহিদাসম্পন্ন যুবককে নতুন জামা উপহার দেওয়া হয়।

২৬ অক্টোবর বিকেলে কেরানীগঞ্জের জিনজিরা রসুলপুর এলাকায় তাঁদের বাড়িতে গিয়ে নগদ অর্থসহায়তা তুলে দেন বন্ধুসভার বন্ধুরা। প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে এ উদ্যোগ।

সভাপতি তানজিম আরা নুসরাত বলেন, ‘পরিবারটির কথা আমরা খোঁজ নিয়ে জানতে পারি। এরই পরিপ্রেক্ষিতে বন্ধুদের দেওয়া অনুদানে ওই পরিবারকে হাঁসমুরগির খামার গড়ে তোলার জন্য নগদ অর্থসহায়তা দেওয়া হয়। যাতে তারা হাঁসমুরগি লালন পালন করে উপার্জনকৃত অর্থ দিয়ে মোহাম্মদ আলীর চিকিৎসা ও সাংসারিক খরচের ব্যবস্থা করতে পারে। সমাজের সবাইকে পরিবারটির সহযোগিতায় এগিয়ে আসা উচিত।’

 
১২ বছর ধরে শিকলে বাঁধা জীবনযাপন করছেন মানসিক (বুদ্ধি) প্রতিবন্ধী যুবক মোহাম্মদ আলী (২৫)
১২ বছর ধরে শিকলে বাঁধা জীবনযাপন করছেন মানসিক (বুদ্ধি) প্রতিবন্ধী যুবক মোহাম্মদ আলী (২৫)ছবি: বন্ধুসভা

মোহাম্মদ আলীর মা রোকেয়া বেগম বলেন, ‘পোলাডারে লইয়্যা অনেক কষ্টে দিন কাডাইতাছি। টেহার লাইগ্যা পোলাডার ওষুধ সব সময় কিনতে পারি না। তহন পোলাডা আরও অসুস্থ হইয়া যায়। আপনাগো সাহায্য দিয়া ঘরের উডানে একটা হাঁসমুরগির খামার বানামু। এর আয় দিয়া অসুস্থ পোলাডার চিকিৎসা করামু আর ওষুধ কিনমু। আপনারা আমগো যে উপকার করলেন, সেটা আমরা আজীবন মনে রাখমু। আল্লাহ আপনাগো ভালো করুক।’

এ সময় আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ বন্ধুসভার সহসভাপতি নাজিউল্লাহ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাত হাসান, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এনামুল হাসান, ম্যাগাজিনবিষয়ক সম্পাদক মাহিমন কবীর ও কার্যনির্বাহী সদস্য বহ্নি শিখা দাস।

সোর্স লিংক

কেরানীগঞ্জ নিয়ে আরও পড়ুন

© স্বত্ব © ২০২৪ দৈনিক কেরানীগঞ্জ নিউজ

Development by: M4YOURS IT