মেরে ফেলা হচ্ছে শুভাঢ্যা খালকে
মেরে ফেলা হচ্ছে শুভাঢ্যা খালকে
রাসু আহমেদ
প্রকাশ: ২২ মার্চ, ২০২৫ এ ১৮:১২

পরিকল্পিত ভাবেই মেরে ফেলা হচ্ছে কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল , দৈনিক কেরানীগঞ্জ নিউজ এর কেরানীগঞ্জ প্রতিনিধি কে এ ভাবেই জানান শুভাঢ্যা ইউনিয়ন এর জনগন , তারা আরো বলেন স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় থেকেই নানা ভাবে বিভিন্ন জায়গায় বাধ দিয়ে ও পরিকল্পিত ভাবে বাসাবাড়ির ময়লা আবর্জনা ফেলে এই খালটিকে ভরে ফেলা হয় , খালের আশপাশের জনগন আরও জানান শুভাঢ্যা খালের পানি গত ২০ বছর আগেও এলাকার মানুষ ব্যাবহার করেছেন এই খালের মাছ ধরে অনেক মানুষ জীবিকা নির্বাহ করেছেন , এই খালটি বুড়িগঙ্গা নদীর সাথে মিটিত থাকায় সব সময়ই পানিতে ভরে থাকতো এ খালে হতো নৌকাবাইচ খালের দুই পাসেই থাকতো বেদেদের নৌকা বাঁধা এই বেদেদের বাসছিল এ খালেই .........
শুভাঢ্যা খাল নিয়ে থাকবে আমাদের ধারাবাহিক প্রতিবেদন