লাগবেনা তোর-প্রি-পেইড মিটার ফেরত দে মোর হারিকেন
লাগবেনা তোর-প্রি-পেইড মিটার ফেরত দে মোর হারিকেন
তানভীর মীর্জা
প্রকাশ: ৬ দিন আগে

সাবেক স্বৈরাচার সরকার শেখ হাসিনার আস্থাভাজন বিদ্যুৎ , জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর দেয়া ডিজিটাল প্রি পেইড মিটার দেশের মানুষের বিদ্যুৎ খরজ বারিয়েছে ৩ গুন , বিশেষ করে কেরানীগঞ্জ এর প্রতিটা এলাকাতেই এই প্রি পেইড মিটার বসানো হয়েছে স্বৈরাচার শেখ হাসিনার ক্ষমতা কালে মন্ত্রীর এলাকা বলে কেরানীগঞ্জের সাধারন বাড়ি মালিকদের ভয় দেখিয়ে এই মিটার গুলা বসানো হয় প্রায় প্রতিটা ঘরে , কেরানীগঞ্জের যাদের ঘরে এখনো এ মিটার বসানো হয়নি তারা জানান যারা প্রি পেইড মিটার ব্যাবহার করছে তারা অনেক টাকা বেশি খরজ করে এই বিদ্যুৎ এর জন্য , প্রি পেইড মিটার ব্যাবহারকারী অনেক ভুক্তভুগিরাই ক্ষোব প্রকাশ করে বলেন,
বিপুর মিটার নিয়া নে আমাদের হ্যারিকেন ফেরত দে