logo

পবিত্র হজের নিবন্ধন ৩০ নভেম্বর পর্যন্ত চলবে

বাসস ঢাকা

প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৪ এ ১৫:২১

পবিত্র হজের নিবন্ধন ৩০ নভেম্বর পর্যন্ত চলবে

পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চালু থাকবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ অধিশাখা থেকে গতকাল বুধবার জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

০২৫ সালে হজ পালনে ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট সবার উদ্দেশে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ২৫ আগস্ট জারি করা বিজ্ঞপ্তি অনুসারে হজের প্রাথমিক নিবন্ধন ৩০ নভেম্বর পর্যন্ত চালু থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পবিত্র হজে গমন–ইচ্ছুক প্রাক্‌–নিবন্ধিত সবাইকে ৩০ নভেম্বরের মধ্যে ৩ লাখ টাকা করে ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পুনরায় অনুরোধ করা হলো।

এ সময়ের মধ্যে প্রাক্‌-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন যুগপৎভাবে চলবে।

সোর্স লিংক

ধর্ম মন্ত্রণালয় থেকে আরও দেখুন

ধর্ম মন্ত্রণালয় নিয়ে আরও পড়ুন

© স্বত্ব © ২০২৪ দৈনিক কেরানীগঞ্জ নিউজ

Development by: M4YOURS IT