logo

ভারতকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

নারী সাফ চ্যাম্পিয়নশিপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৪ এ ২১:০৫

ভারতকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বাংলাদেশ ৩–১ ভারত

ম্যাচের আগে দলীয় কোন্দল প্রকাশ্যে। পাকিস্তানের সঙ্গে ১-১ ড্র ম্যাচের পর ইংলিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে মনিকা চাকমার বিস্ফোরক মন্তব্য ঝড় তুলেছিল। কোচ নাকি সিনিয়র খেলোয়াড়দের পছন্দ করেন না, তাঁদের খেলাতে চান না—মনিকার এমন মন্তব্য দলের বিভাজনটা বাইরে নিয়ে এসেছিল। কোচও পাল্টা মন্তব্য করে বলেছিলেন, ভারতের বিপক্ষে সিনিয়রদের খেলিয়ে তিনি দেখবেন, তারা কী করতে পারে!

আজ কাঠমান্ডুতে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের গ্রুপ ম্যাচে কোন্দল, বিভাজন একপাশে সরিয়ে রেখে এক অন্য বাংলাদেশ দলকেই দেখা গেল। সেই বাংলাদেশ দুর্দান্ত খেলেই ভারতকে ৩–১ গোলে উড়িয়ে দিয়ে হয়েছে গ্রুপসেরা,  জায়গা করে নিয়েছে সেমিফাইনাল।
ভারতের বিপক্ষে আজ একাদশে দুই সিনিয়র ফুটবলারকে শুরু থেকে খেলিয়েছেন কোচ বাটলার। আগের ম্যাচে সেন্ট্রাল ডিফেন্সে খেলা কোহাতি কিসকুর জায়গায় খেলেন অভিজ্ঞ মাসুরা পারভীন, মাঝমাঠে স্বপ্না রানীর জায়গায় মারিয়া মান্দা। এই পরিবর্তনের কারণেই হোক, কিংবা ভারতের বিপক্ষে নিজেদের প্রমাণের জেদ থেকেই হোক, শুরু থেকেই দুর্দান্ত এক বাংলাদেশকে দেখা গেছে।

সোর্স লিংক

ভারত নিয়ে আরও পড়ুন

© স্বত্ব © ২০২৪ দৈনিক কেরানীগঞ্জ নিউজ

Development by: M4YOURS IT