অ্যাপল ইন্টেলিজেন্স সার্ভারের ত্রুটি ধরিয়ে দিলে পাওয়া যাবে সর্বোচ্চ ১২ কোটি টাকা পুরস্কার
আহসান হাবীব
প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৪ এ ১৫:৫৫
নিজেদের বিভিন্ন প্রযুক্তি ও পণ্যে থাকা নিরাপত্তাত্রুটির সন্ধান পেতে ‘অ্যাপল সিকিউরিটি বাউন্টি’ কর্মসূচি পরিচালনা করে থাকে অ্যাপল। এ কর্মসূচির আওতায় প্রতিষ্ঠানটির তৈরি প্রযুক্তি ও অ্যাপে থাকা নিরাপত্তাত্রুটির সন্ধান দিতে পারলেই বিভিন্ন অর্থমূল্যের পুরস্কার পাওয়া যায়। এবার নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সিস্টেম ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ পরিচালনার সঙ্গে যুক্ত সার্ভারের নিরাপত্তা ত্রুটির সন্ধান পেতে সর্বোচ্চ ১০ লাখ মার্কিন ডলার বা ১২ কোটি টাকা (প্রতি ডলারের বিনিময়মূল্য ১২০ টাকা ধরে) পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে অ্যাপল।
অ্যাপলের তথ্য মতে, অ্যাপল ইন্টেলিজেন্সে মূলত আইফোন, আইপ্যাড ও ম্যাক ব্যবহারকারীদের দৈনন্দিন কাজগুলোকে মেশিন লার্নিয়ের মাধ্যমে সমন্বয় করা হয়েছে। ব্যবহারকারীদের কাজের ধরন আগে থেকেই বুঝতে পারে সিস্টেমটি। এআইনির্ভর এই প্রযুক্তি আগামী সপ্তাহে আইফোনসহ বিভিন্ন পণ্যের জন্য উন্মুক্ত করা হবে। আর তাই অ্যাপল ইন্টেলিজেন্সের নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ। অ্যাপল ইন্টেলিজেন্সের বেশির ভাগ কার্যক্রম ব্যবহারকারীদের যন্ত্রে সম্পন্ন হলেও কিছু কাজ অ্যাপলের প্রাইভেট ক্লাউড কম্পিউট (পিসিসি) সার্ভারের সহায়তায় করা হয়। আর তাই পিসিসি সার্ভারকে যেকোনো ধরনের সাইবার আক্রমণ থেকে রক্ষা করা জরুরি।