logo

বোনের বাড়ি বেড়াতে এসে ধ-র্ষ-ণে-র শিকার শিশু

ধর্ষণের শিকার আট বছরের শিশু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৮ মার্চ, ২০২৫ এ ১৬:৩৮

 ধর্ষণের শিকার আট বছরের শিশু

বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু ,পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হয় শিশুটিকে, বুধবার রাতে মাগুরা শহরে নিজনান্দুয়ালি এলাকায় এ ঘটনা ঘটে ,স্বজনদের  অভিযোগ বড় বোনের শ্বশুর দুলাভাইয়ের সহযোগিতায় এ মর্মান্তিক ঘটতা ঘটায় , শিশুটির বড় বোন জানায় এর আগেও এমন ঘটনা তার সাথে ঘতিয়েছে তার নরপশু শ্বশুর , এ ঘটনায় গ্রামবাসী বড়বোনের শ্বশুর ও বোন জামাইয়ের সর্বোচ্চ শাস্তি দাবী জানায় ।

সোর্স লিংক

শিশু নিয়ে আরও পড়ুন

© স্বত্ব © ২০২৪ দৈনিক কেরানীগঞ্জ নিউজ

Development by: M4YOURS IT