বোনের বাড়ি বেড়াতে এসে ধ-র্ষ-ণে-র শিকার শিশু
ধর্ষণের শিকার আট বছরের শিশু
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৮ মার্চ, ২০২৫ এ ১৬:৩৮

বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু ,পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হয় শিশুটিকে, বুধবার রাতে মাগুরা শহরে নিজনান্দুয়ালি এলাকায় এ ঘটনা ঘটে ,স্বজনদের অভিযোগ বড় বোনের শ্বশুর দুলাভাইয়ের সহযোগিতায় এ মর্মান্তিক ঘটতা ঘটায় , শিশুটির বড় বোন জানায় এর আগেও এমন ঘটনা তার সাথে ঘতিয়েছে তার নরপশু শ্বশুর , এ ঘটনায় গ্রামবাসী বড়বোনের শ্বশুর ও বোন জামাইয়ের সর্বোচ্চ শাস্তি দাবী জানায় ।
সোর্স লিংক